করোনা ভাইরাস থেকে বাঁচার দু'আ সহীহ না যঈফ?

Corona dua

মুসলেহুদ্দীন মাযহারী
হাদীস
حدثنا موسى بن إسماعيل حدثنا حماد أخبرنا قتادة عن أنس أن النبي صلى الله عليه وسلم كان يقول اللهم إني
أعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الاسقام

আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি অল জুনূনি অল জুযামি অমিন সাইয়্যিইল আসক্বাম।

অর্থাৎ:-
মূসা ইব্‌ন ইস্‌মাঈল (রহঃ) .... আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এরূপ দু’আ করতেনঃ ইয়া আল্লাহ! আমি শ্বেত (কুষ্ঠ) রোগ হতে, পাগ্‌লামী হতে, খুজ্‌লী-পাঁচড়া হতে এবং ঘৃণ্য রোগ হতে পরিত্রাণ পাওয়ার জন্য তোমার আশ্রয় প্রার্থনা করছি।

তাখরীজ:-

(সুনান আবী দাউদ হাদীস নং ১৫৫৪ মুসনাদে আহমাদ হাদীস নং ১৩০০৪ সহীহ ইবনে হিব্বান হাদীস নং ১০১৭ আদ দুআ লিত তবারানী হাদীস নং ১৩৪২ )।

তাহক্বীক্ব:- হাদীস যঈফ।
যদিও আল্লামাহ নাসিরুদ্দীন আলবানী রহঃ এবং শুআইব আল আরনাউত রহঃ উভয়েই সহীহ বলেছেন।

কারণ
"ক্বাতাদাহ" মুদাল্লিস।
তিনি সমস্ত সুত্রে আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে "আন" দ্বারা বর্ণনা করেছেন।

"ক্বাতাদাহ" প্রসিদ্ধ মুদাল্লিস।

( আসমাউল মুদাল্লিসীন ১/৮০ রাবী নং ৪৪ ত্ববাক্বাতুল মুদাল্লিসীন ১/৪৩ রাবী নং ৯২ আত তাবয়ীন লিআসমাইল মুদাল্লিসীন ১/৪৬ রাবী নং ৫৭ জামিউত তাহসীল ১/২৫৪ রাবী নং ৬৩৩ মাশাহীরু উলামাইল আমসার ১/১৫৪ রাবী নং ৭০২ )।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url